কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এখন আক্ষরিক অর্থেই 'নাটকীয়' মোড়। 'ফেরারি মন' ধারাবাহিকে পরমার পুরনো ক্রিয়াকলাপের নাটকীয় রূপ মঞ্চস্থ করে দেখাতে শুরু করে তুলসি (tulsi)। ফলে ধীরে ধীরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। রায়বর্মন বাড়িতে পরমা (Parama) ও হৃষিকেশ তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে তৈরি হচ্ছেন। এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য তুলসি একটি অনুষ্ঠানের আয়োজন করে যা পরমার পুরনো ভুলগুলো নিয়ে তৈরি, বিশেষত যখন সে মালিনীর ক্ষতি করার চেষ্টা করে। যতই সেই দিন এগিয়ে আসতে থাকে ততই বাতাসে উত্তেজনার পারদ মিশতে থাকে। মালিনী, যার স্মৃতিশক্তি লোপ পাওয়ায় পুরনো কিছু মনে নেই, সেও ধীরে ধীরে অতীতের কথা মনে করতে শুরু করে। এই অপ্রত্যাশিত ঘটনার ফলে গল্পে নয়া স্তর যুক্ত হয়। বিবাহবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানের সময়ে, পরমার দুষ্কর্মের ফলাফলের মুখোমুখি তাঁকে হতেই হত। রায়বর্মন পরিবারে পুনরায় নিজের জায়গা পাকা করতে পরমা কি নিজের ভুলগুলো স্বীকার করে নেবে নাকি আবারও নিজের বুদ্ধি খাটিয়ে অন্য কোনও পন্থা বের করবে? কী ঘটবে এরপর? জানতে হলে নজর রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ। কিছুদিন আগেই তুলসিকে প্রাণে মেরে ফেলতে চায় পরমা। তাকে বাঁচায় এক রহস্যময়ী নারী।