জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় এবার মহাসপ্তাহ। আগেই জানা গিয়েছিল হরগৌরী মন্দিরের উদ্বোধনের দিন ও রাম-কৃষ্ণার রেজিস্ট্রি বিয়ের দিন একই তারিখে পড়েছে।



ফলে আদরের বৌদিমা অর্থাৎ অপর্ণার মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূর্ণ করা একপ্রকার কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রামের কাছে।



বৌদিমার ইচ্ছা পূর্ণ করার জন্য রাম, কৃষ্ণা, তাদের অফিসের ম্যানেজার ও সহকর্মীরা খুব কায়দা করে রেজিস্ট্রি প্ল্যান করে।



যদিও নারায়ণের আদেশ রামকে ব্রহ্মচারী রূপে মন্দিরের উদ্বোধন করতে হবে, এবং তাতেই তৈরি হয় সমস্যা।



এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে, নারায়ণ উদ্বিগ্ন হয়ে ওঠে যখন, বাধ্য ছেলে রাম, সময়ে মন্দিরের পুজোয় উপস্থিত হয় না।



এরইমধ্যে, বিয়ের রেজিস্ট্রি হয়, অপর্ণা তা চাক্ষুষ করে ভিডিও কলের মাধ্যমে।



এই ঘটনায় উচ্ছ্বসিত হওয়া সত্ত্বেও, অপর্ণা রামকে ব্রহ্মচারী থাকার জন্য নারায়ণের নির্দেশ অমান্য করার কথা বলে অপরাধবোধে ভুগতে থাকে।



রাম পরে কৃষ্ণার সঙ্গে মন্দিরে পৌঁছে সবাইকে অবাক করে দেয়। নারায়ণ এবং পুরো পরিবারকে হতবাক করে দেয় তাঁরা।



বিভ্রান্তি আরও গভীর হয় কারণ কেউই বুঝতে পারে না কেন রাম এবং কৃষ্ণা তাড়াহুড়ো করে বিয়ে করেছে।



অপর্ণা, যিনি গোটা ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন তার কিছু বলার আগেই স্বাস্থ্যের অবনতি ঘটতে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।