আমন্ডের খোসা ফেলে দিচ্ছেন, কিন্তু এতেই রয়েছে একাধিক পুষ্টিগুণ। একইসঙ্গে ত্বক এবং চুলের জন্য উপযোগী এই খোসা।

দেখে নেওয়া যাক আমন্ডের উপকারিতা।

চুলের জন্য প্রয়োজন আমন্ডের খোসা।

এতে রয়েছে ভিটামিন। ডিম, অ্যালোভেরা জেল, মধুর সঙ্গে মিশিয়ে মাখা যায়। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ত্বকের রোগ দূর করে।

ব্রণ দূর করে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে আমন্ডের খোসা।

ব্রণ দূর করে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে আমন্ডের খোসা।

স্ক্যাল্পের সমস্যা দূর করে।

পরিমাণ মতো আমন্ডের খোসা পেস্ট করতে হবে। উকুনের সমস্যা, চুলকানি দূর করে।