সম্প্রতি স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের শীর্ষে ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস ইন্টারনেট দুনিয়ায় ইনি বেশ পপুলার। তাঁর বহু ভিডিও ভাইরাল হয়। কিন্তু তিনি বলে বসলেন ভয়ঙ্কর আপত্তিকর কথা। তিনি সরাসরি রামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাবধারা নিয়ে প্রশ্ন তোলেন। রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীর সমালোচনা করেন এই ব্যক্তি। অমোঘ লীলার কথায় যে রাস্তা দিয়ে ইচ্ছে যাওয়ার বেরিয়ে পড়ো, গন্তব্য একই হবে, এটা কখনই হয় না। স্বামী বিবেকানন্দকেও নিশানা করেন তিনি। বলেন, স্বামী বিবেকানন্দ যদি মাছ খান, তাহলে তিনি কিকরে একজন সিদ্ধপুরুষ? রামকৃষ্ণ, বিবেকানন্দকে নিয়ে এমন বিরূপ মন্তব্য মেনে নিতে পারেননি বহু মানুষ। শেষমেষ ইসকনই ক্ষমা চায় জনগণের কাছে। আর অমোঘ লীলা যাচ্ছেন নিভৃতবাসে। অমোঘ লীলার এই বক্তব্য নিয়ে ইসকন দুঃখপ্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করলেও, নিন্দার ঝড় বইছে সমাজমাধ্যমে। ২০১০ সালে কর্পোরেট দুনিয়া ছেড়ে সাধু হয়েছেন অমোঘ লীলা।