আজ জন্মদিনে জেনে নেওয়া যাক অনুষ্কা শর্মার সম্পর্কে অজানা নানা তথ্য

মাউন্ট কারমেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন মডেল হওয়া ছিল অনুষ্কার স্বপ্ন

বিভিন্ন সূত্রে জানা যায়, 'বম্বে ভেলভেট' ছবির শ্যুটিংয়ের সময় সেটে অনুষ্কা শর্মাকে কাঁদিয়ে দেন রণবীর কপূর

'রব নে বানা দি জোড়ি', 'ব্যান্ড বাজা বারাত'-এর মতো ছবির জন্য প্রশংসিত হন অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মার ভাই কর্ণেশও প্রথম জীবনে ক্রিকেটার ছিলেন, রাজ্যস্তরে ক্রিকেট খেলতেন তিনি

শপিং করতে গিয়ে ফ্যাশন ডিজাইনারের নজরে পড়ে যান অনুষ্কা, তিনিই অভিনেত্রীকে মডেলিংয়ে প্রথম সুযোগ দেন

প্রথম জীবনে সাংবাদিক হওয়ার স্বপ্ন ছিল অনুষ্কা শর্মার, সেই কেরিয়ারে সফল না হওয়ায় মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নেন

কেরিয়ারের শুরু থেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা

স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খান, আমির খান, সলমন খানের বিপরীতে

প্রযোজক হিসেবেও সফল অনুষ্কা শর্মা, 'পাতাল লোক', 'বুলবুল'-এর মতো ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পায়