দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার জীবন বদলে যায় 'পুষ্পা দ্য রাইজ' ছবি দিয়ে

'পুষ্পা দ্য রাইজ' ছবিতে রশ্মিকা মন্দান্নার অভিনীত চরিত্রের নাম ছিল 'শ্রীভল্লি', এই ছবির পর তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে ডাকা হতে থাকে

রশ্মিকা মন্দান্নার অভিনীত ছবির তালিকায় খুব একটা দীর্ঘ নয়, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় এক ডজন ছবিতে অভিনয় করেন 'পুষ্পা'র আগে

শোনা যায়, 'কিরিক পার্টি' ছবির সময়ই সহ-অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে সম্পর্কে জড়ান রশ্মিকা

২০১৭ সাল নাগাদ রশ্মিকা এবং রক্ষিত শেট্টির বাগদানও সম্পন্ন হয়, অভিনেত্রীর বাড়িতেই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বাগদান হয় তাঁদের

কিন্তু বাগদানের এক বছর পরই তা ভেঙে যায়, ২০১৮ সাল নাগাদ যৌথ সম্মতিতে সম্পর্ক ভাঙেন রশ্মিকা ও রক্ষিত

বাগদান সেরে ফেলার পরও সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সেই সময় বিস্তর জলঘোলা হয়

কিন্তু এর কারণ নিয়ে কখনও মুখ খোলেননি দুই তারকা, দুজনেই এই বিষয়ে নীরব থাকেন

চলতি বছর ও আগামী বছর মিলিয়ে বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণী ছবি মুক্তি পেতে চলেছে রশ্মিকা মন্দান্নার

তাঁকে দেখা যাবে 'অ্যানিমল', 'মিশন মজনু', 'গুডবাই'-এর মতো হিন্দি ছবিতে