কাশের বন, নীল আকাশ, গণেশ পুজো আসা মানেই যেন পুজোর ঢাকে কাঠি। আর সেই পুজোর আনন্দেই মেতে উঠলেন মধুমিতা সরকার।

গণেশ চতুর্থীর দিন কাশের বনে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা। লাল সাদা ঢাকাই শাড়িতে সেজেছিলেন তিনি।

মধুমিতার লাল সাদা ঢাকাইতে স্নিগ্ধতার ছোঁয়া, চুল খোলাই রেখেছিলেন নায়িকা।

কাশের বনে মধুমিতার ছবি দেখে যেন নেটিজেনদের মনেও পুজোর ছোঁয়া, কমেন্টবক্স উপচে পড়ছে প্রশংসায়।

কপালে ছোট্ট লাল টিপ, কোনও গয়না পরেননি মধুমিতা। ক্যাপশানে তিনি লিখেছেন, 'এবার মনে হচ্ছে পুজো এসে গেল!'

সদ্য মুক্তি পেয়েছে মধুমিতার নতুন ছবি 'কুলের আচার'। আর শ্যুটিং শেষে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন মধুমিতা।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এই নায়িকা। জীবনের টুকিটাকি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি।

ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজেরও শ্যুটিং সেরে ফেলেছেন মধুমিতা। তবে সেই ওয়েব সিরিজ মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি।

পুজোয়, অষ্টমীর সকালে মধুমিতার এই সাজ সাজতে পারেন আপনিও। লাল সাদা শাড়ির সঙ্গে হালকা গয়নাতেই জমতে পারে পুজোর সাজ।

মধুমিতার এই ছবির অ্যালবামে অনেকে তাঁকে দেবী দুর্গা বলেও উল্লেখ করেছেন।