Image Source: pixabay.com

স্পন্ডিলাইটিস। এই অসুখের নামটা অতি পরিচিত। হামেশাই বহু মানুষকে বলতে শোনা যায় যে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে

Image Source: pixabay.com

ঘাড়ে ব্যথা, পিঠ ও কোমরে ব্যথা, এবং আরও অনেক উপসর্গ রয়েছে এর, সঠিক সময়ে স্পন্ডিলাইটিসের সমস্যার চিকিৎসা শুরু করলে সেরে যাওয়া সম্ভব

Image Source: pixabay.com

কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে বুঝবেন স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে?

Image Source: pixabay.com

স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে সবার প্রথমেই কোমর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শক্তভাব অনুভব এবং তার সঙ্গে ব্যথা হওয়ার লক্ষণ দেখা দেবে

Image Source: pixabay.com

সবথেকে বেশি এই সমস্যা দেখা দেয় সকালের দিকে, মাথা ঘোরা, গা বমিভাব এবং ঘাড়ের যন্ত্রণাও এর আরও লক্ষণ

Image Source: pixabay.com

কোমর এবং ঘাড়ের জয়েন্টেও ব্যথা, যন্ত্রণা হতে পারে স্পন্ডিলাইটিসের কারণে

Image Source: pixabay.com

চিকিৎসকদের মতে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে শিরদাঁড়া এবং তার আশেপাশে ব্যথা, যন্ত্রণা দেখা দেয়

Image Source: pixabay.com

স্পন্ডিলাইটিসের সমস্যা দেথা দিলে ব্যথা, যন্ত্রণার সঙ্গে চোখের সমস্যাও দেখা দেয়

Image Source: pixabay.com

চোখে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন