১৯ নভেম্বর, ৭২ পূর্ণ করলেন জিনত আমন। জীবনের এই বিশেষ দিন বিশেষভাবেই কাটালেন অভিনেত্রী। শিমলা থেকে অনুরাগীদের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন।



জন্মদিন উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী জিনত আমন।



অভিনেত্রী লেখেন, 'আজ - আমার জীবনের জন্য অযৌক্তিক কৃতজ্ঞতার প্রকাশ। সেই সমস্ত চূড়া এবং ক্ষতির জন্য যা আমাকে স্থিতিস্থাপকতা এবং আত্মবিশ্বাস উপহার দিয়েছে।'



'আমার ছোট্ট, আদুরে দু-পেয়ে ও চার-পেয়ে পরিবারের জন্য। সেই বন্ধুদের বৃত্ত যাঁরা আমাকে দশকের পর দশক ধরে সহ্য করেছে।'



'সেই মন যা এখনও জীবন্ত এবং আগ্রহী। সেই শরীর যা মাঝে মাঝে যন্ত্রণায় কাতর হয় কিন্তু জীবিত থাকে। এবং সেই সমস্ত সুযোগ যা আমাকে ফলের দিকে এগিয়ে নিয়ে যায়।'



তিনি আরও লেখেন, 'তাই ধন্যবাদ আপনাদের সকলের উষ্ণ শুভেচ্ছা ও সহযোগিতার জন্য। কোনও কিছুই চোখ এড়িয়ে যায়নি।'



'আমি আশা করি আপনারাও একটি পাকা বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন এবং অনুশোচনা ছাড়াই, করুণার সঙ্গে চলে যাওয়া দশকগুলির দিকে ফিরে তাকাতে সক্ষম হবেন।'



'সকলের শান্তি কামনা করি। সকলের জন্য শীতল ও সুন্দর শিমলা থেকে ভালবাসা পাঠালাম।'



এই পোস্টেই তিনি শুভেচ্ছা জানান আজকের 'মেন ইন ব্লু' ভারতীয় ক্রিকেট টিমকে।



ছবিতে দেখা যাচ্ছে শিমলায় এক সুন্দর বাগানে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। গোলাপী শার্টে তিনি আজও অনন্যা।