আজ 'শ্যাম বাহাদুর' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ভিকি কৌশল



সেখানে এসেই ভিকি বললেন এই শহরের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর অনুভূতির কথা।



এই শহরে এর আগেও ছবির প্রচার করতে এসেছিলেন ভিকি, শ্যুটিংও করে গিয়েছেন একাধিক ছবির।



এই শহরেই প্রথম মাঠে বসে ফুটবল খেলা দেখেছিলেন ভিকি কৌশল



চলতি বছরেই একদিন ডুরান্ড কাপ দেখতে মাঠে হাজির হয়েছিলেন ভিকি



আজ ভিকি জানান, সেটাই ছিল তাঁর প্রথম মাঠে বসে ফুটবল খেলা দেখা। অনবদ্য এক অভিজ্ঞতা হয়েছিল



মুম্বইতে থাকলেও, এই প্রথম ওয়াংখেড়েতে ম্যাচ দেখলেন ভিকি।



সেমি ফাইনাল দেখতে ওয়াংখেড়ের স্টেডিয়ামে হাজির ছিল ভিকি কৌশল