তাঁকে অনন্যা করে তুলেছে তাঁর ব্যক্তিত্বই। তিনি সুস্মিতা সেন। আজ তাঁর জন্মদিন। রোহমান শলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সুস্মিতার। প্রেম ভাঙার ঘোষণা করার পরেও হামেশাই একসঙ্গে দেখা যায় তাঁদের। ললিত মোদির সঙ্গে বিয়ে, সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, তবে নিজের তরফ থেকে নিরব ছিলেন সুস্মিতা। পরে জানিয়েছিলেন, বিয়ে হয়নি। বিক্রম ভট্টের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুস্মিতার, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। রণদীপ হুডার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার.. তবে ভেঙে যায় সেই সম্পর্কও। ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন ছিল, তবে সম্পর্কের কথা স্বীকার করেননি সুস্মিতা প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের আলাপ হয়েছিল একটি ডান্স রিয়্যালিটি শো-তে, তবে প্রেমের গুঞ্জন হলেও তা টেঁকেনি এককালীন ম্যানেজার বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তাও ভেঙে যায় সুস্মিতার বয়স তখন ৩৬। শোনা যায় সেইসময়ে তিনি এক ২২ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে পড়েছিলেন