আজ জন্মদিন বলিউড অভিনেতা অর্জুন কপূরের, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা এবং চমকদার কিছু তথ্য ফিটনেস সচেতন অর্জুন ছোটবেলায় এমন ছিলেন না, টিনএজ বয়সে ১৪০ কেজি ওজন ছিল তাঁর বলিউডে পা রাখার আগে ওজন কমানো নিয়ে অনেক পরিশ্রম করতে হয় অর্জুন কপূরকে 'ইশকজাদে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অর্জুন, জানা যায়, এই ছবির জন্য ৫০ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে অভিনয় জগতে পা রাখার আগে একাধিক ছবির সহকারী পরিচালক ও অ্যাসোসিয়েট প্রোডিউসর হিসেবে কাজ করেন অর্জুন 'কাল হো না হো', 'সালাম এ ইশক' ছবিতে পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন 'নো এন্ট্রি' এবং 'ওয়ান্টেড', এই দুটি ব্লকবাস্টার হিট ছবিতে ক্য়ামেরার পিছনে ছিলেন অভিনেতা ব্যক্তিগত নানা কারণে বেশিদূর পড়াশোনা করা হয়নি অর্জুন কপূরের, একাদশ শ্রেণীতে অকৃতকার্য হওয়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দেন ফিটনেস সচেতন হলেও খেতে খুবই ভালোবাসেন অর্জুন কপূর, 'বিরিয়ানি', 'চিকেন তন্দুরি', 'কাড়ি চাওয়াল' তাঁর অত্যন্ত পছন্দের বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অর্জুন কপূর