আজ জন্মদিন শাহরুখ পুত্র আরিয়ান খানের। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এদি্ন অনন্যা পাণ্ডে থেকে সুহানা খান জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানকে এদিন শাহরুখ কন্যা সুহানা খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন পোষ্য এবং দাদার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন আমার বড় ভাই এবং আমার সবথেকে প্রিয় বন্ধু।' আরিয়ান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছোটবেলার ছবি পোস্ট করেছেন তিনি লিখেছেন, 'বেবি আরিয়ানকে মিস করছি। শুভ জন্মদিন আমার প্রথম এবং সবসময়ের প্রিয় বন্ধুকে।' বিদেশেই পড়াশোনা আরিয়ান খানের। ফিল্ম মেকিং নিয়ে কোর্স করেছেন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, 'আরিয়ান অভিনয় করতে চায় না। ও ছবি তৈরি করতে চায়।' বাবার মতোই রাতজাগার অভ্যাস রয়েছে আরিয়ান খানেরও মার্শাল আর্টসে প্রশিক্ষণপ্রাপ্ত আরিয়ান খান। এছাড়া তায়কন্ডোতে ব্ল্যাক বেল্ট