অবশেষে সুখবর। মা হলেন বিপাশা বসু

কর্ণ সিংহ গ্রোভার ও বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল খুদে রাজকন্যা

মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা বসু

মা হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী

কন্যা সন্তানের পিতা- মাতা হওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন তাঁরা

কর্ণ এবং বিপাশা দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছোট্ট দুটি গোলাপি পায়ের ছবি পোস্ট করেছেন

সঙ্গে জানিয়েছেন, মেয়ের নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার

কর্ণ - বিপাশার বাবা- মা হওয়ার খবরে শুভেচ্ছায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া

সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা দুই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন

বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার