বলিউডের ডান্সিং ডিভা, ফ্যাশনিস্টা সবই এক কথায় মালাইকা অরোরা। শুক্রবার, বান্দ্রায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। পরনে গোলাপী রঙের ফ্লোরাল শর্টড্রেস। যথারীতি নজরকাড়া দেখাচ্ছিল তাঁকে। দাঁড়িয়ে পাপারাৎজিদের জন্য় পোজও দেন মালাইকা। অন্যদিকে এবার ডিজিট্যাল দুনিয়ায় পা রাখছেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই কথা। নিজের জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত ডালি খুলে বসবেন তিনি। এক্সক্লুসিভ এই অনুষ্ঠান দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। অনুষ্ঠানের নাম 'মুভিং ইন উইথ মালাইকা'। আগামী ৫ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি দেখা যাবে। অতিথি হিসেবে অভিনেত্রীর পরিবার ও বন্ধুদের উপস্থিতি থাকবে।