স্ফটিকের মতো স্বচ্ছ জল অবাক করা রূপ মেঘালয়ের এই নদীর এশিয়ার মধ্যে এই নদীই স্বচ্ছতম উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল এই নদীর আরেক নাম দৌকি মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে গিয়েছে পর্যটকদের অন্যতম গন্তব্য ভারত-বাংলাদেশের সীমান্তে নদীটি দূষণমুক্ত হওয়ায় স্বচ্ছ জল পৃথিবীর হাজার হাজার পর্যটকেরা ভিড় জমান নদীর গভীরতা মাত্র ১৫ ফুট জলের রঙের ছটায় মন্ত্রমুগ্ধ বিশ্ব নদীর তলদেশের নুড়িও স্পষ্ট দেখা যায় কাচের মতো পরিষ্কার এই নদীর জল