মে মাসে দেখা দিচ্ছে কালবৈশাখী । কিন্তু স্বস্তি মিলছে কোথায়! ভ্যাপসা গরম, ঘাম থেকে রেহাই মিলছে না। এর থেকে স্বস্তি মিলবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত গরম থেকে স্বস্তি দিতে পারবে না ক্ষণিকের বৃষ্টি। কলকাতায় আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
গতকাল দুপুরেই নামে আঁধার। বেলা গড়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি।
অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আরব সাগরের অনেকটা অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৭ মে কেরল পৌঁছবে মৌসুমী বায়ু।
মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গে কবে ঢুকবে বর্ষা? সেই অপেক্ষাতেই রাজ্যবাসী।