অমাবস্যার দিনেই রবিপুষ্য যোগের শুভ সংমিশ্রণ আষাঢ় অমাবস্যায় এই যোগকে অত্যন্ত শুভ মানা হয় অমাবস্যার এই সময়ে একাধিক রাশিতে নানাবিধ ঘটনা ঘটতে চলেছে এই সময়ে কেরিয়ারে এবং ব্যবসায় দুর্দান্ত সাফল্য পেতে পারেন কোন কোন রাশির উপর বুধ লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে? দেবী লক্ষ্মীর আশীর্বাদে জীবন ধন্য হবে বেশ কিছু রাশির আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও রয়েছে আর্থিক অবস্থা মজবুত থাকতে পারে, আটকে পড়া টাকা উদ্ধার হতে পারে অফিসে নতুন পরিবর্তন আসতে পারে, চাকরিতে লাভের সম্ভাবনা কর্মজীবনে সাফল্য পেতে পারেন অংশীদারিত্বের কাজে লাভবান হতে পারে