মা দুর্গা সকলের দুর্গতিনাশ করতে আসেন, ভক্তদের বিশ্বাস এমনটাই। মায়ের কাছে সব সন্তানই সমান। তবে কয়েকটি রাশি দেবীর সুনজরে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে। তুলা রাশি হলে শত্রুদের চিনতে পারবেন। সাবধান হতে পারবেন। বৃশ্চিক রাশির নানা বাধা বিপত্তি কেটে যাবে। বিভেদ দূর হবে। কুম্ভ রাশি হলে পুজোর সময়ই সুখবর আসবে। চাকরি সংক্রান্ত ভাল খবর মিলতে পারে। পুজোর সময় আর্থিক সমস্যা কেটে যেতে পারে মেষ রাশির। সিংহ রাশির ওপর মা দুর্গার কৃপা থাকবে দেবীপক্ষে। বৃষ রাশির জাতক জাতিকাদের অশান্তিতে ভুগতে হতে পারে। মিথুন রাশির সময়টা বেশ ভালো। কেরিয়ারে আসতে পারে সুসংবাদ। কর্কট রাশি হলে পুজোর সময় প্রচুর খরচ হতে পারে। তবে আনন্দে ঘাটতি হবে না। কন্যা এই রাশির জাতক জাতিকাদের জন্য পুজোটা খুব শুভ। চাকরিজীবীদের পদোন্নতির খবর মিলতে পারে।