শনি দেবতার রোষের প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য ভক্তরা শনিবার ভগবান হনুমানের পুজো করেন।



মঙ্গলবার হনুমান পুজোর সর্বোত্তম দিন। হনুমানকে ভগবান শিবের অবতার হিসেবে গণ্য করা হয়।



হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, চৈত্র মাসের এক মঙ্গলবারেই, পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন।



তাই ভক্তরা মঙ্গলবার শ্রী হনুমানকে নৈবেদ্য দিয়ে থাকেন।



যদি কেউ শনিবারে ভগবান হনুমানের পুজো করে, তাহলে তাহলে সে শনির নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবে।



মঙ্গলবার সূর্য ওঠার আগেই হনুমান জির পুজো করতে পারলে ভাল।



বজরঙ্গবলীকে লাল ফুল, সিঁদুর, লাল পোশাক ইত্যাদি নৈবেদ্য নিবেদন করতে হবে।



এরপর কলা, গুড় ও ছোলা নিবেদন করতে হবে।



রোজ হনুমান চালিশা পাঠে বড় থেকে অতি-বড়় সঙ্কটও দূর হয়ে যায়।