আগামী ২৯ জানুয়ারি, ২০২৫ মৌনি অমাবস্যা।



জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলছে কুম্ভ স্নান।



জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, আগামী মৌনি অমাবস্যায় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে নবপঞ্চম যোগও গঠিত হবে ।



এর ফলে ভাল প্রভাব ভোগ করবে চারটি রাশি। সেই রাশিগুলির জাতক জাতিকাদের জীবনে সাফল্য়ের জোয়ার আসবে।



মকর রাশির জাতকরা এই সময় চাকরিতে পদোন্নতি পেতে পারেন।



কর্মক্ষেত্রে এই রাশির জাতকদের কাজের প্রশংসা করা হবে।



বৃষ রাশির জাতকরা সাফল্যের মুখ দেখতে পাবেন ।



সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে তরতরিয়ে ।



মৌনি অমাবস্যা কন্যা রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে। এই সময়টি এই রাশির জাতকরা কেরিয়ারের উন্নতির কাজেও লাগাতে পারেন।