নতুন বছরে বেশ কিছু রাশির স্থান পরিবর্তন হবে এর সঙ্গে সঙ্গে হনুমানজির দৃষ্টি বদল হবে ২০২৫ সালকে মঙ্গল গ্রহের বলে ধরা হয় কারণ এই বছরের রেডিক্স সংখ্যা ৯ মঙ্গল গ্রহের দেবতা হনুমানজি নতুন বছরে হনুমানজির বিশেষ আশীর্বাদ পাবেন বজরংবলীর তুষ্ট থাকবেন এই রাশিদের উপর হনুমানজির আশীর্বাদে এই রাশিদের জীবন ভরবে টাকা সম্পদ সাফল্য সবই পাবেন পরিশ্রম অনুযায়ী সাফল্যও পাবেন পারিবারিক জীবনে সুখ, অর্থ উপার্জনের একাধিক সুযোগ ব্যবসায়ীদের লাভের প্রবল সম্ভাবনা জমি সংক্রান্ত কাজে ভাল লাভ হবে প্রচুর আর্থিক লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে নতুন বছরে পদোন্নতির সুবিধা