সনাতন ধর্মে হনুমান পুজোর বিশেষ গুরুত্ব আছে । চৈত্র মাসের পূর্ণিমা তিথির দিন হনুমান জন্মোৎসবে বিশেষ উৎসব পালন হয়। কিন্তু যাঁরা কোনওরকম সঙ্কটের মধ্যে রয়েছেন, তাঁদের খুব বিপদেও রক্ষা করেন হনুমানজী। ভক্তদের বিশ্বাস, হনুমানজীকে তুষ্ট করার ক্ষেত্রে হনুমান চালিশা পাঠের বিশেষ গুরুত্ব আছে। বজরঙ্গবলীকে সঙ্কট মোচন বলা হয় কারণ, তিনি ভক্তদের সমস্ত কষ্ট, দুঃখ ও সমস্যা দূর করেন। যদি হনুমান চালিশা পাঠেও স্বস্তি না মেলে তাহলে পাঠ করুন বজরং বাণ। মঙ্গল ও শনিবার এই মন্ত্র পাঠে বিশেষ উপকার হয় বলে ভক্তদের বিশ্বাস। জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ দোষ থাকলেও বজরং বাণ পাঠে উপকার হয়। জ্যোতিষীদের মতে, রাত১১ টা থেকে রাত ১ টার মধ্যে বজরং বান পাঠ করা উচিত। রাতে বজরং বান পাঠ করতে না পারলে সকালে ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন।