সম্পর্ক তৈরি সহজ, টিকিয়ে রাখা নয় পরস্পরের ভাল-মন্দ নিয়েই চলতে হয় আমাদের জড়িয়ে থাকে অতীত জীবনের কিছু প্রশ্নও তবে সঙ্গীর অতীত নিয়ে মাথা ঘামান না কিছু জাতক বৃষ রাশির জাতকরা সংবেদনশীল হন সঙ্গীর কষ্ট জড়িয়ে যেখানে, সেই দিকেই ঘেঁষেন না কর্কট রাশির জাতকরা সঙ্গীর অতীত নিয়ে মাথা ঘামান না বর্তমানকে সুন্দর করে তোলার পক্ষপাতী এঁরা বৃশ্চিক রাশির জাতকরা কষ্ট লাঘব করায় বিশ্বাসী অতীত ভুলে এগোতে সাহায্য করেন সঙ্গীকে তুলা রাশির জাতকরা সোজাসাপটা হন সঙ্গীর ভাল-মন্দ সবকিছুই গ্রহণ করেন এঁরা