শনি ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করতে চলেছে। ২৯ মার্চ,শনি তার নিজস্ব চিহ্ন কুম্ভ রাশি থেকে বেরিয়ে বৃহস্পতির আশীর্বাদধন্য মীন রাশিতে স্থানান্তরিত হবে। শশ রাজযোগ ২০২৫ সালের মার্চ পর্যন্ত চলবে। আর এতে উপকৃত হবেন অনেকে। জ্যোতিষশাস্ত্রে শশ রাজযোগকে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। বৃষ রাশির জাতকদের জন্য শনি খুব দয়ালু এসময় । বৃষ রাশির জাতক হলে গাড়ি কেনার আনন্দও পাবেন। তুলা রাশির জাতকরা শনির দয়া পাবেন এ সময়। সাফল্য এবং অগ্রগতি থাকবে ধনু রাশির জাতকদের সঙ্গেও। মকর রাশি হলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে । ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।