পুজোর আগে সূর্যগ্রহণ! টালমাটাল হবে এই ৫ রাশির জীবন
abp live

পুজোর আগে সূর্যগ্রহণ! টালমাটাল হবে এই ৫ রাশির জীবন

Published by: ABP Ananda
দুর্গাপুজোর আগেই সূর্যগ্রহণ। পিতৃপক্ষের শেষদিনে এই গ্রহণ হচ্ছে। এই দিনেই একটি বিশেষ অবস্থানে আসতে চলেছে সূর্য, বুধ, রাহু ও কেতু।
abp live

দুর্গাপুজোর আগেই সূর্যগ্রহণ। পিতৃপক্ষের শেষদিনে এই গ্রহণ হচ্ছে। এই দিনেই একটি বিশেষ অবস্থানে আসতে চলেছে সূর্য, বুধ, রাহু ও কেতু।

সূর্যগ্রহণের সময় সূর্য, বুধ ও কেতু তিনটি গ্রহই একসঙ্গে কন্যা রাশিতে থাকবে। এর সঙ্গে রাহুর প্রভাব থাকবে, যার ফলে ৫টি রাশির জাতকদের জীবনে টালমাটাল হতে চলেছে।
abp live

সূর্যগ্রহণের সময় সূর্য, বুধ ও কেতু তিনটি গ্রহই একসঙ্গে কন্যা রাশিতে থাকবে। এর সঙ্গে রাহুর প্রভাব থাকবে, যার ফলে ৫টি রাশির জাতকদের জীবনে টালমাটাল হতে চলেছে।

মেষ রাশি: ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অকারণে খরচ করবেন না। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।
abp live

মেষ রাশি: ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অকারণে খরচ করবেন না। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

abp live

মিথুন রাশি: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এখন আপনারা কোনও তর্কে না জড়ালেই ভাল হয়। কোনও কারণে জরিমানার জন্য অর্থব্যয় হতে পারে। সমস্যা হতে পারে প্রেম জীবনে।

abp live

কর্কট রাশি: এই সময়ের মধ্যে প্রতিদিনের কাজে সমস্য়া হতে পারে। সন্তানের সঙ্গে মতের অমিল হতে পারে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলুন, আর্থিক লেনদেনও করবেন না।

abp live

বৃশ্চিক রাশি: হাতে টাকা আসতে সমস্যা হতে পারে। হতাশ বোধ করতে পারেন, তবে সেটিকে প্রশ্রয় দেবেন না। কোনও ফাটকা খেলবেন না। কেরিয়ার বা পেশা সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলুন।

abp live

মীন রাশি: কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে কঠিন হবে। এই সময়ে নতুন কাজ এড়িয়ে চলাই ভাল। সাবধানে ব্যয় করুন এবং বড় সিদ্ধান্ত নেবেন না।

abp live

ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না।