দেবাদিদেব অল্পতেই তুষ্ট হন, বিনা আড়ম্বরে কেবল ভক্তি চিত্তে কেউ যদি তাঁর পুজো করেন তিনি সেটাই গ্রহণ করেন

কোনও ভক্ত যদি নিজের অজান্তেও শিবপুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক

তবে শিবরাত্রিতে চার প্রহরের গুরুত্ব অনেক এক এক প্রহরে দেবাদিদেবকে এক একটি উপাদান নিবেদন করা হয়

প্রথম প্রহরে জল ও দুধ, দ্বিতীয় প্রহরে জল এবং দই তৃতীয় প্রহরে ঘি এবং জল, আর চতুর্থ প্রহরে মধু এবং জল নিবেদন এবং অঞ্জলি দেওয়া হয়

চতুর্থ এবং শেষ প্রহরকে বিশেষ মানা হয় এটিকে ব্রহ্ম মুহূর্তও বলা হয়ে থাকে

এই প্রহরের পুজোয় বেল পাতা, ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ ১০৮ বার মৃত্যুঞ্জয় মন্ত্র, এরপর ধ্যান করলে তুষ্ট হবেন মহাদেব