রাগ কার না হয়? জীবনে কে না ঠকে? তবে অনেকেই ক্ষমায় বিশ্বাসী। অনেকেই আছেন যাঁরা একবার ঠকলে জীবনে ভোলেন না। অপরাধীকে সেই আঘাত ফিরিয়ে দেন। কয়েকটি রাশি এর মধ্যে অগ্রণী। যাঁরা সহজে ক্ষমা করেন না। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামেন না। বৃশ্চিক রাশির জাতকদের সঙ্গে অন্যায় করার কথা ভুলেও ভাববেন না। এরা আঘাত না ফেরানো পর্যন্ত ক্ষান্ত হন না। বৃষ রাশির জাতকরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং অবিচল নিজেদের লক্ষ্যে। তাই এদের সঙ্গে অন্যায় করে পার পাওয়া অসম্ভব। বিশ্বাসঘাতকতা করলে কর্কটের জাতকরা তীব্র রেগে যায়। এরা খুবই আবেগতাড়িত। প্রতিশোধের আকাঙ্ক্ষা প্রবল। আত্মসম্মান ক্ষুন্ন হলে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারেন সিংহ রাশির জাতকরা। এদের রাগ মারাত্মক। প্রতিশোধ নেওয়া শেষ না হলে মিথুনের জাতকরা কাউকে ছাড়েন না। ক্ষমা করা চট করে এদের আসে না। মনে রাখতে হবে, সব কিছুরই ব্যতিক্রম আছে। হতেই পারে উপরের রাশিগুলির কোনওটির জাতক হলেও মানুষটি অসম্ভব ক্ষমাশীল।