নতুন বছর মানে
নতুন ভাবনা, পরিকল্পনা


অর্থনৈতিক ভাবেও নিজেকে
গুছিয়ে নেওয়ার পালা


কিন্তু ভাবনাচিন্তা করলেও,
হয়ে ওঠে না সবসময়


২০২৫ সালে টাকা সঞ্চয়ে
বেগ পেতে হতে পারে এঁদের


মেষ: ২০২৫ সালে এঁদের অর্থনৈতিক
ভাগ্য তেমন সহায় হবে না


মেষ: টাকা হাতে এলেও কোনও ভাবে
তা হাত বেরিয়ে যেতে পারে


মিথুন: ২০২৫ সালে ভাল প্রাপ্তিযোগ রয়েছে
মিথুন রাশির জাতকদের


মিথুন: কিন্তু বুঝেশুনে না চললে
হাত ফাঁকা হয়ে যেতে পারে


তুলা: ক্রেডিট কার্ড না ব্যবহার
করে ক্যাশে কিনুন জিনিস


তুলা: এতে আয়ত্তে থাকবে সব,
অন্যথায় বিপদ রয়েছে


মীন: কোথায় কতটা খরচ করবেন
আগে থেকে ভাবনাচিন্তা করুন


মীন: অর্থনৈতিক ভাবে স্থিতিশীল হতে
বেগ পেতে হতে পারে এবছর
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)