জীবনে কেউ হন সহজ-সরল,
ABP Ananda

জীবনে কেউ হন সহজ-সরল,
কেউ আবার বোকামি করেন


আবার বুদ্ধির প্যাঁচে অন্যকে
ABP Ananda

আবার বুদ্ধির প্যাঁচে অন্যকে
মাত দিতে পারেন কেউ কেউ


এক্ষেত্রে কিছু রাশির
ABP Ananda

এক্ষেত্রে কিছু রাশির
জাতকের কথা না বললেই নয়


বৃশ্চিক: মুখের কথা শুনে
ABP Ananda

বৃশ্চিক: মুখের কথা শুনে
এঁদের মন বোঝা যায় না


ABP Ananda

বৃশ্চিক: বুদ্ধির জোরে অন্যকে
প্রভাবিতও করতে পারেন


ABP Ananda

কুম্ভ: অত্যন্ত কৌশলী হন এঁরা,
মনে দাগ কেটে যান


ABP Ananda

কুম্ভ: অযথা আবেগের ফাঁদে
পা দেন না এঁরা


ABP Ananda

তুলা: এমনিতে মনে প্যাঁচ থাকে না,
কিন্তু অন্যের মন পড়তে পারেন


ABP Ananda

তুলা: শান্তি-সদ্ভাব বজায় রাখতে
এঁরা কৌশলের আশ্রয় নেন


মিথুন: যে কোনও পরিস্থিতিতে
মানিয়ে নিতে পারেন এঁরা


মিথুন: নিজের দুর্বলতা কারও
সামনে প্রকাশ করেন না


কন্যা: অত্যন্ত বুদ্ধি ধরেন এঁরা,
লক্ষ্যে পৌঁছে তবে ক্ষান্ত হন


কন্যা: চালাকিতে এঁদের সঙ্গে
সহজে পেরে ওঠা যায় না


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে
সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।