জীবনে কেউ হন সহজ-সরল,
কেউ আবার বোকামি করেন


আবার বুদ্ধির প্যাঁচে অন্যকে
মাত দিতে পারেন কেউ কেউ


এক্ষেত্রে কিছু রাশির
জাতকের কথা না বললেই নয়


বৃশ্চিক: মুখের কথা শুনে
এঁদের মন বোঝা যায় না


বৃশ্চিক: বুদ্ধির জোরে অন্যকে
প্রভাবিতও করতে পারেন


কুম্ভ: অত্যন্ত কৌশলী হন এঁরা,
মনে দাগ কেটে যান


কুম্ভ: অযথা আবেগের ফাঁদে
পা দেন না এঁরা


তুলা: এমনিতে মনে প্যাঁচ থাকে না,
কিন্তু অন্যের মন পড়তে পারেন


তুলা: শান্তি-সদ্ভাব বজায় রাখতে
এঁরা কৌশলের আশ্রয় নেন


মিথুন: যে কোনও পরিস্থিতিতে
মানিয়ে নিতে পারেন এঁরা


মিথুন: নিজের দুর্বলতা কারও
সামনে প্রকাশ করেন না


কন্যা: অত্যন্ত বুদ্ধি ধরেন এঁরা,
লক্ষ্যে পৌঁছে তবে ক্ষান্ত হন


কন্যা: চালাকিতে এঁদের সঙ্গে
সহজে পেরে ওঠা যায় না


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে
সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।