এটিএম থেকে টাকা তুলতে মানতে হয় ব্যাঙ্কের নির্দেশিকা। বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করলেই দিতে হয় অতিরিক্ত টাকা।

সম্প্রতি সেরকমই একটি বার্তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে। কী লেখা হয়েছে সেই বার্তায় ?

এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে বলা হয়েছে, এটিএম থেকে মোট ৪বার টাকা তোলার পরে গ্রাহকদের প্রতি লেনদেনে মোট ১৭৩ টাকা দিতে হবে।

যা শুনে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে গ্রাহকদের মনে। ফ্যাক্ট চেক করে পিআইবি জানিয়েছে, এই খবর ভুয়ো।

নিয়ম অনুযায়ী, প্রতি মাসে ৫টি লেনদেনে আপনাকে কোনও চার্জ দিতে হবে না। এর পরে টাকা তুললে আপনাকে ২১ টাকা চার্জ দিতে হবে।

এর সঙ্গে ট্যাক্স যুক্ত হবে। মনে রাখবেন, সব নন-ফিন্যান্সিয়াল লেনদেনে কোনও চার্জ লাগে না।

ব্যালেন্স চেক করা থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট বা পিন পরিবর্তন করা পর্যন্ত কিছুতেই টাকা কাটে না ব্যাঙ্ক।

৬টি মেট্রো শহরে (মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদ) ৩টি লেনদেন (ফিন্যান্সিয়াল, নন-ফিন্যান্সিয়াল) বিনামূল্যে করতে পারবেন।

মেট্রো শহরগুলিতে আর্থিক লেনদেনের জন্য প্রতি লেনদেনে ২১ টাকা ও নন-ফিন্যান্সিয়াল লেনদেন হিসাবে ৮.৫০ টাকা দিতে হবে

এই পরিস্থিতিতে লেনদেন ফি হিসেবে ১৭৩ টাকা নেওয়ার ভাইরাল মেসেজ পুরোটাই মিথ্যে।