মাত্র কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এখন রাস্তায় ট্রাফিক নিয়ম (Traffic Rules) না মানলেই বড়সড় জরিমানার মুখে পড়বেন চালক।
তবে শুধু জরিমানাতেই থেমে থাকছে না নতুন 'মোটর ভেহিকেলস অ্যাক্ট'। সঙ্গে হতে পারে জেলও।
রাস্তায় গাড়ি চালাতে হলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স (ডিএল), আরসি, বিমার শংসাপত্র, দূষণের শংসাপত্র ও ড্রাইভিং করার সময় পারমিট থাকা বাধ্যতামূলক।
পকেট হালকা হওয়ার আগে থেকেই জেনে নিন, কোন ট্রাফিক আইন অমান্য করলে কত টাকা জরিমানা
নাবালক গাড়ি চালালে অভিভাবকদের ২৫,০০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
হেলমেট ছাড়া বাইক চালালে ১০০০ টাকা জরিমানা হবে। অতিরিক্ত গতির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা রয়েছে।
সিট বেল্ট না পরে গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা। গাড়ির 'ওভারসাইজ' করার জন্য ৫০০০ টাকা জরিমানা রয়েছে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে। দ্বিতীয়বার একই কাজ করলে ১৫,০০০ টাকা জরিমানা-সহ ২ বছরের জেল।