অন্য ভূমিকায় মিস্টার ও মিসেস জোনাস... গত জানুয়ারিতেই প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। তাতে অবশ্য দুজনের একান্ত ছুটি কাটানোয় কোনও খামতি হয়নি। মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে বেড়াতে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। তবে মেয়ে যে এখন তাঁদের দুজনেরই নয়নের মণি, সেটা নিক-প্রিয়াঙ্কার প্রোফাইল থেকে স্পষ্ট। মেয়ের মুখ অবশ্য এখনও দেখাতে রাজি নন বাবা-মা। নতুন ভূমিকায় দায়দায়িত্ব বেড়েছে ঠিকই। তবে তার ফাঁকে নিজেদের জন্য সময় বের করে 'লেক তাহোয়' জলবিহার করলেন দুজন। ক্যালিফোর্নিয়ার স্বর্গসুন্দর এই লেকে 'বোট-রাইড' করলেন দুজন। ছবি দিলেন নিক। মেয়ের দায়িত্ব আর কাজের চাপ সামলে দুজনে 'লেক তাহোয়' গিয়েছিলেন সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টের জন্য। তার ফাঁকেই ছবি। তাতে পুরনো বহু মুহূর্ত ফিরে এল সোশ্যাল মিডিয়ায়।