অটো এক্সপো ২০২৩ শুরু হয়েছে। দিল্লিতে চলছে দেশের সবচেয়ে বড় গাড়ির মেলা। সেখানে লঞ্চ হয়েছে কিওয়ে এসআর ২৫০। কিওয়ে এসআর ২৫০ বাইকের দাম শুরু হচ্ছে ১.৪৯ লক্ষ টাকা থেকে। আগের মডেল Keeway SR125- এর থেকে নতুন বাইকের দাম ৩০ হাজার টাকার বেশি। অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ্যে এসেছে বেন্ডা এলএফসি ৭০০ বাইক। কালো রঙের এই বাইক আকার, আয়তনে যথেষ্টই ওজনদার অর্থাৎ বাইকটি ভারী। রাজধানী শহর দিল্লিতে চলছে অটো এক্সপো ২০২৩। দেশের সবচেয়ে বড় গাড়ির মেলাতে চারচাকার পাশাপাশি নজর কেড়েছে দু'চাকার যানও। আহমেদাবাদের ইলেকট্রিক ভেহিকেল স্টার্ট আপ ম্যাটার এনার্জি অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ করেছে তাদের দুটো ইলেকট্রিক বাইক। ম্যাটার সংস্থার Concept UT এবং Concept Exe- এই দুই বাইক ভারতে প্রকাশ্যে এসেছে। ম্যাটার সংস্থার এই দুই বাইক ভারতে প্রকাশ্যে এলেও কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। Keeway SR250 বাইকের চলতি বছর এপ্রিল মাস থেকে ডেলিভারি শুরু হবে। মাত্র ২০০০ টাকা টোকেন অ্যামাউন্টের বিনিময়ে এই বাইকের প্রি-বুকিং করা সম্ভব। বেন্ডা এলএফসি ৭০০ বাইক লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা না গেলেও, খুব তাড়াতাড়ি এই বাইক ভারতের বাজার কাঁপাতে আসছে বলেই খবর। অটো এক্সপো ২০২৩ ইভেন্টে একাধিক নতুন গাড়িও প্রকাশ্যে এসেছে।