ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ভারতে। এটি ভারতে লঞ্চ হওয়া ওলার তৃতীয় ই-স্কুটার।

MoveOS 3 সাপোর্ট রয়েছে ওলার এই ই-স্কুটারে। ইকো মোডে রয়েছে ১০০ কিলোমিটার রেঞ্জ।

৭৬ কিলোমিটার ট্রু রেঞ্জের এই স্কুটার লঞ্চ অফারে পাওয়া যাবে ৭৯,৯৯৯ টাকায়।

আসলে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের দাম ৮৪,৯৯৯ টাকা।

দীপাবলির আগে অর্থাৎ ২৪ অক্টোবরের আগে এই ই-স্কুটার বুক করলে তবেই লঞ্চ অফার পাবেন ক্রেতারা।

৯৯৯ টাকার বিনিময়ে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং করা যাবে।

এই ইলেকট্রিক স্কুটারের কেনাবেচা শুরু হবে হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে।

আর ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে।

ওলা এস১ এয়ার ই-স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার।

একাধিক রঙে ভারতে লঞ্চ হয়েছে ওলা কোম্পানির তিন নম্বর ইলেকট্রিক স্কুটার ওলা এস১ এয়ার।