আর মাসখানেক অপেক্ষা। ২০২৩ সালের শুরুতেই দেশের রাস্তায় দেখা যাবে রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০।

মাঝারি আকারের (250cc-750cc) বিভাগে এই বাইক নিয়ে আসবে RE।

কোম্পানি সূত্রে খবর, ভারতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেল হবে এই বাইক। যা কন্টিনেন্টাল GT 650 ও ইন্টারসেপ্টরের ওপরের শ্রেণিতে থাকবে।

ইতিমধ্যেই সুপার মিটিওর 650 ইতালির মিলানে EICMA 2022-তে আত্মপ্রকাশ করেছে।

Super Meteor 650 একটি স্টিলের শক্তিশালী ফ্রেমে বসানো হয়েছে। সাসপেনশনের জন্য ​​সামনের দিকে USD ফর্ক ও পিছনে প্রিলোড-অ্যাডজাস্টেবল টুইন শক দিয়েছে কোম্পানি।

ইতিমধ্যেই সুপার মিটিওর 650 ইতালির মিলানে EICMA 2022-তে আত্মপ্রকাশ করেছে। ভারতে রয়্যাল এনফিল্ড রাইডার ম্যানিয়া 2022-এ দেখানো হয়েছে।

কয়েকদিন আগেই গোয়াতে হয়েছিল এই বাইক শো। কোম্পানির তরফে জানানো হয়েছে, রাইডার ম্যানিয়ায় অংশগ্রহণকারীরা এই বাইকের প্রি বুকিংকরতে পারবেন।

ভারতে Super Meteor 650 এর দাম হতে পারে 3.50 লক্ষ টাকার কাছাকাছি (এক্স-শোরুম)। এটি স্ট্যান্ডার্ড ও ট্যুরার ভেরিয়েন্টে পাওয়া যাবে।