১৯৯৮ সালে প্রথম হন্ডা সিটি লঞ্চ হয়েছিল ভারতে। সেই মডেল বিক্রি হয়েছিল ২০০৩ সাল পর্যন্ত।

সেকেন্ড জেনারেশনের মডেল লঞ্চ হয়েছিল ২০০৩ সালে। হন্ডা সিটি- র এই সেডান মডেলে ছিল আধুনিক ও উন্নত ডিজাইন এবং ফিচার।

থার্ড জেনারেশনের হন্ডা সিটি মডেল লঞ্চ হয়েছিল ২০০৮ সালে। আগের থেকে বেশ পরিবর্তন হয়েছিল এই নতুন মডেলে।

ফোর্থ জেনারেশন হন্ডা সিটি গাড়ি আত্মপ্রকাশ করেছিল ২০১৪ সালে। আগের সব জেনারেশনের তুলনায় এই গাড়ি ছিল অনেক বেশ বিলাসবহুল।

ফার্স্ট জেনারেশন হন্ডা সেডান গাড়িতে ছিল VTEC ইঞ্জিন যার সাহায্যে ১০৬ bhp শক্তি উৎপন্ন হয়।

সেকেন্ড জেনারেশনের হন্ডা সিটি সেডানে ছিল একটি ১.৫ লিটারের i-DSI ইঞ্জিন এবং একটি CVT অটোম্যাটিক।

থার্ড জেনারেশনের হন্ডা সিটি সেডান মডেলে ছিল একটি sportier design এবং শক্তিশালী ১.৫ লিটারের i-VTEC ইঞ্জিন।

ফোর্থ জেনারেশনের হন্ডা সিটি সেডান মডেলে ছিল একটি ১.৫ লিটারের i-DTEC ডিজেল ইঞ্জিন এবং একটি ১.৫ লিটারের i-VTEC পেট্রোল ইঞ্জিন।

ফিফথ জেনারেশন হন্ডা সিটি লঞ্চ হয়েছিল ২০২০ সালে। বড় আকার-আয়তনে লঞ্চ হয়েছিল এই গাড়ি।

সম্প্রতি লঞ্চ হয়েছে হন্ডা সিটি-র City e:HEV মডেল। এটিই ভারতে লঞ্চ হওয়া প্রথম হাইব্রিড সেডান মডেল।