৬০ হাজারেই পাবেন এই ই-স্কুটার, লুক আর রেঞ্জেই কাড়বে নজর

Published by: ABP Ananda
Image Source: Ampere Reo 80

৫৯,৯০০ টাকা দাম এই বৈদ্যুতিন স্কুটারের, বাজারে এসেছে এই নয়া মডেল



গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি সংস্থার অ্যাম্পিয়ার ব্র্যান্ডের এই স্কুটার এবার নজর কাড়বে আপনারও



ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে, এই মাসের শেষ দিক থেকে শুরু হবে ডেলিভারি।



এই স্কুটার চালাতে হলে কোনও রেজিস্ট্রেশন বা লাইসেন্সের দরকার পড়বে না।



অ্যাম্পিয়ার রিও ৮০ স্কুটারে আপনি সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে পারবেন



একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ই-স্কুটারে যাওয়া যাবে ৮০ কিমি রাস্তা।



লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে।



কালো, লাল, নীল ও সাদা রঙের ডুয়াল টোন ভ্যারিয়ান্টে এই স্কুটার পাওয়া যাচ্ছে বাজারে।



এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্রন্ট ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল এই স্কুটারের অন্যতম ফিচার্স