আইফোন ১৬-র দামেই পাবেন এই ৪ স্কুটার আইফোন ১৬-র দামে বাজেটের মধ্যেই কিনতে পারেন এই ৪ দুরন্ত স্কুটার। ৭৩,৭০০ টাকায় পেয়ে যাবেন টিভিএস জুপিটার ১২৫ স্কুটার। ৫০ থেকে ৬২ কিমি পর্যন্ত মাইলেজ পাবেন আপনি। এরপরেই আসে টিভিএস এনটর্ক ১২৫। ৪৭ কিমি মাইলেজের এই স্কুটারের দাম ৯২,৪৭১ টাকা। সুজুকির অ্যাক্সেস ১২৫ স্কুটারে আপনি পাবেন ৪৫ কিমি মাইলেজ। এর দাম শুরু হয় ৭৯ হাজার ৯৮৯ টাকা থেকে। দীর্ঘ দূরত্ব চালানোর জন্য এই স্কুটার আদর্শ। ওলার এস ওয়ান প্রো স্কুটারে ১৯৫ কিমি মাইলেজ পাবেন। এর দাম পড়বে ১ লাখ ৩৫ হাজার টাকা।