গাড়িতে এই নম্বর প্লেট না লাগালেই কাটবে চালান সমস্ত গাড়ি চালককে এখন থেকে লাগাতে হবে HSRP নম্বর প্লেট। এর পুরো অর্থ হল- হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট। এর মাধ্যমে যানবাহনের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। এই নম্বর প্লেট না লাগালে চালান কাটা হতে পারে। এই HSRP একটি মৌলিক স্বতন্ত্র কোড যাতে গাড়ির তথ্য যুক্ত থাকে। এর মাধ্যমে গাড়িকে সহজেই ট্র্যাক করা যায়। গাড়ি চুরি হওয়া থেকে বাঁচায় এই নম্বর প্লেট। এই নম্বর প্লেট না লাগালে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একেক রাজ্যে এই চালানের অঙ্ক আলাদা আলাদা হয়।