গাড়িতে ১ ঘন্টা এসি চালাতে কত পেট্রোল খরচ হয় ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

এসি চালালে গাড়ির কত পেট্রোল কত খরচ হবে তা নির্ভর করে গাড়ির উপরেই।

Image Source: Freepik

জেনে নেওয়া যাক এক ঘন্টা এসি চালালে কত পেট্রোল খরচ হতে পারে।

Image Source: Freepik

গাড়ির মডেল, ইঞ্জিন ক্যাপাসিটি, দক্ষতার উপর নির্ভর করে এই বিষয়টি।

Image Source: Freepik

যে গাড়ি বড় ইঞ্জিন থাকে, সেখানে এসি চালালে বেশি পেট্রোল খরচ হয়।

Image Source: Freepik

ছোট গাড়িতে এক ঘণ্টা এসি চালালে ০.২-০.৪ লিটার পেট্রোল খরচ হয়।



বড় গাড়িতে এই খরচ হয় ০.৫-০.৭ লিটার।

Image Source: Freepik

গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বেশি খরচ হয় পেট্রোল।

Image Source: Freepik

গাড়ির ইঞ্জিন পুরনো হলেও এসি চালালে বেশি তেল পোড়ে।

Image Source: Freepik

এসি জোরে চললে বেশি ঠান্ডা হলেও ইঞ্জিনে তেল পোড়ে বেশি।

Image Source: Freepik