বাইকের থেকে বেশিরভাগ মহিলাই স্কুটার পছন্দ করেন। পেট্রোলের দামের জন্য ই-স্কুটার এখন পছন্দের তালিকায় শীর্ষে। বাজাজের চেতক ২৯০১ মহিলাদের অন্যতম পছন্দের। এক চার্জে এই স্কুটারে যাওয়া যাবে ১২৩ কিমি। এই চেতক স্কুটারের দাম রাখা হয়েছে ৯৫,৯৯৮ টাকা। ওলার এস ওয়ান এক্স মডেলে রেঞ্জ পাবেন ১৫১ কিমি। এর দাম বাজারে ৭৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে ৩ কিলোওয়াট মডেলের দাম ৮৪,৯৯৯ টাকা। সবশেষে আছে হিরোর ভিডা ওয়ান প্লাস স্কুটার। একবার চার্জে ১০০ কিমি যাওয়া যাবে এই স্কুটারে।