টাটার গাড়িতে ২ লাখ পর্যন্ত ছাড়ের সুযোগ। ICE ভ্যারিয়ান্টে ১.৮০ লাখের ছাড়, অতিরিক্ত ৪৫ হাজার ছাড়ের সুযোগ। টাটা টিয়াগোর মডেলে ৬৫ হাজার টাকার ছাড় পাবেন। টাটা টিয়াগোর এক্স শোরুম দাম ৫ লাখ টাকা এখন। টাটা টিগর কিনলে ৩০ লাখ টাকার ছাড় মিলবে। টাটা টিগরের এখনকার দাম ৬ লাখ টাকা। টাটা অ্যালট্রোজেও ১৫ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত দাম কমে পাবেন। প্রিমিয়াম গাড়ি টাটা হ্যারিয়ারেও ১.৬ লাখ টাকা কমে পাবেন। টাটা সাফারি গাড়িতেও থাকছে ১.৮০ লাখ টাকার ছাড়। পুজোর আগে টাটার এই সব গাড়িতে বিপুল ছাড়ের সুযোগ।