নতুন টোল ট্যাক্সের নিয়মে ফায়দা হবে এই গাড়িগুলির

Published by: ABP Ananda
Image Source: PTI

টোল সংগ্রহের নিয়ম-নীতি বদলে যাচ্ছে এবার।

Image Source: PTI

এখনকার FASTag সিস্টেমের বদলে আসছে GNSS সিস্টেম।

Image Source: PTI

এই নতুন সিস্টেমে জিপিএসের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে।

Image Source: PTI

কত দূরত্ব চলছে গাড়ি তার উপর ভিত্তি করে টোল কাটা হবে।

Image Source: PTI

তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে নয়া সিস্টেমে সুবিধে হবে।

Image Source: PTI

কম দূরত্ব যায় এমন গাড়ির ক্ষেত্রে টোল ট্যাক্স কম কাটা হবে।

Image Source: PTI

ফলে আগের মত টোল প্লাজার রেট অনুযায়ী FAStag-এ টোল কাটা হবে না।

Image Source: PTI

নয়া সিস্টেমে সরকার জানিয়েছে ২০ কিমি পর্যন্ত টোল ট্যাক্সে ছাড় আছে।

Image Source: PTI

বেশি দূরত্ব গেলে বেশি টোল ট্যাক্স দিতে হবে গাড়িচালকদের।

Image Source: PTI