মাত্র ৫ টাকাতেই পুরো দিন চলবে এই ই-স্কুটার বৈদ্যুতিন স্কুটারে এখন অনেকটাই কম খরচ পেট্রোলের তুলনায়। দেশে ক্রমেই বেড়ে চলছে বৈদ্যুতিন স্কুটারের চাহিদা। টিভিএস সম্প্রতি তাদের একটি নয়া মডেল নিয়ে এসেছে। এই বৈদ্যুতিন স্কুটারের নাম টিভিএস আইকিউব। সংস্থার দাবি এই স্কুটারে সারাদিন চালাতে খরচ মাত্র ৫ টাকা। এই স্কুটারে এক চার্জে চলবে ১৪৫ কিমি। আর সম্পূর্ণ চার্জ দিতে এই স্কুটারে খরচ হবে ১৯ টাকা। দিনে ৩০ কিমি স্কুটার চালালে খরচ হবে ৫ টাকা মাত্র। ফলে আপনার মাসে চার্জ দিতে ১৫০ টাকা খরচ হবে।