ডিজেল গাড়ি পছন্দ ? সবথেকে সস্তায় পাবেন এই মডেল ডিজেলচালিত গাড়ি অনেকেরই পছন্দের। ডিজেলের দাম কম হওয়ায় এর রানিং কস্ট অনেক কম। আর ভারতের সবথেকে সস্তার ডিজেলচালিত গাড়ি কোনটা জানেন ? এই গাড়িটি হল টাটা অ্যালট্রোজ। টাটার এই গাড়িতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এতে ১৪৯৭ সিসির ডিজেল ইঞ্জিন লাগানো হয়েছে। টাটা অ্যালট্রোজে আছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, পার্কিং সেন্সর। ৭.৫ লাখ টাকা থেকে শুরু এই ডিজেল গাড়ির দাম। NCAP রেটিংয়েও ৫ স্টার পেয়েছে এই গাড়িটি।