দামি গাড়ি কিনবেন ? কত ট্যাক্স দিতে হবে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Somnath Chatterjee

আপনি যদি মহিন্দ্রা থার কিনতে চান, কত ট্যাক্স দিতে হবে জানেন ?

Image Source: Somnath Chatterjee

মহিন্দ্রা থারের বেস প্রাইস রয়েছে ১১ লাখ ৬৫ হাজার টাকা।

Image Source: Somnath Chatterjee

এই গাড়ির উপর ধার্য হবে ১৪ শতাংশ স্টেট ট্যাক্স ও ১৪ শতাংশ সেন্ট্রাল ট্যাক্স।

Image Source: Somnath Chatterjee

মহিন্দ্রা থার কিনতে গেলে দামের উপর অতিরিক্ত ২৮ শতাংশ জিএসটি দিতে হবে।

Image Source: Somnath Chatterjee

১২ লাখের গাড়িতে করের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ২৬ হাজার টাকা।

Image Source: Somnath Chatterjee

মহিন্দ্রা থারে ধার্য হয় ২০ শতাংশ CESS ট্যাক্সও।

Image Source: Somnath Chatterjee

অর্থাৎ জিএসটির সঙ্গে আপনাকে দিতে হবে আরও ২ লাখ ৩৩ হাজার টাকা।

Image Source: Somnath Chatterjee

অন্য গাড়িতে না থাকলেও মহিন্দ্রা থারে দিতে হয় টিসিএস ও রোড ট্যাক্স।

Image Source: Somnath Chatterjee

দুটি ট্যাক্স মিলিয়ে আরও খরচ হবে ২ লাখ ৩৬ হাজার টাকা।

Image Source: Somnath Chatterjee

ফলে আরও ১ লাখ টাকা বিমার জন্য ধরলে গাড়ির দাম চলে যায় ২০ লাখের উপর।

Image Source: Somnath Chatterjee