এক চার্জেই ৫০ কিমি ছুটবে এই ই-সাইকেল, দামেও সস্তা
abp live

এক চার্জেই ৫০ কিমি ছুটবে এই ই-সাইকেল, দামেও সস্তা

Published by: ABP Ananda
Image Source: E Motorad
বৈদ্যুতিন বাইক ও স্কুটারের পাশাপাশি ই-সাইকেলের গুরুত্ব বাড়ছে।
abp live

বৈদ্যুতিন বাইক ও স্কুটারের পাশাপাশি ই-সাইকেলের গুরুত্ব বাড়ছে।

Image Source: E Motorad
ই-মোটরাড সংস্থা নিয়ে এসেছে তাদের নতুন মডেল।
abp live

ই-মোটরাড সংস্থা নিয়ে এসেছে তাদের নতুন মডেল।

Image Source: E Motorad
একবার ফুল চার্জে এই সাইকেলে যাওয়া যাবে ৫০ কিমি।
abp live

একবার ফুল চার্জে এই সাইকেলে যাওয়া যাবে ৫০ কিমি।

Image Source: E Motorad
abp live

এতে আছে ২৭.৫ ইঞ্চির চাকা, টেলিস্কোপিক ফর্ক।

Image Source: E Motorad
abp live

দুটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই টি-রেক্স এয়ার সাইকেল।

Image Source: E Motorad
abp live

এই সাইকেলের দুটি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।

Image Source: E Motorad
abp live

এতে আড়াই ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশ চার্জ হয়ে যায়।

Image Source: E Motorad
abp live

প্যাডেল অ্যাসিস্ট লেভেল ও ওডোমিটারের ফিচার্স পাবেন এতে।

Image Source: E Motorad
abp live

এই সাইকেলের দাম রয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা।

Image Source: E Motorad