১ লাখের মধ্যেই নয়া বাইক আনল হিরো, লুক দেখেছেন ?
abp live

১ লাখের মধ্যেই নয়া বাইক আনল হিরো, লুক দেখেছেন ?

Published by: ABP Ananda
Image Source: Hero Motocorp
হিরো গ্ল্যামারের নয়া ভ্যারিয়ান্ট এসেছে বাজারে।
abp live

হিরো গ্ল্যামারের নয়া ভ্যারিয়ান্ট এসেছে বাজারে।

Image Source: Hero Motocorp
১২৫ সিসির এই বাইকের জনপ্রিয়তা তুঙ্গে বাজারে।
abp live

১২৫ সিসির এই বাইকের জনপ্রিয়তা তুঙ্গে বাজারে।

Image Source: Hero Motocorp
এই গ্ল্যামার বাইকের একটি নতুন ব্ল্যাক মেটালিক ভার্সন এসেছে বাজারে।
abp live

এই গ্ল্যামার বাইকের একটি নতুন ব্ল্যাক মেটালিক ভার্সন এসেছে বাজারে।

Image Source: Hero Motocorp
abp live

ড্রাম ও ডিস্ক দুই ধরনের ব্রেকই আছে এই বাইকে।

Image Source: Hero Motocorp
abp live

হিরো গ্ল্যামারের ডিজাইনে কোনও বদল আসেনি।

Image Source: Hero Motocorp
abp live

তবে কালার স্কিমের গ্রাফিক্স খানিক বদলে গিয়েছে।

Image Source: Hero Motocorp
abp live

এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে এই বাইকে।

Image Source: Hero Motocorp
abp live

হিরো গ্ল্যামারের এই নতুন ভ্যারিয়ান্টের দাম ৮৩,৫৯৮ টাকা।

Image Source: Hero Motocorp
abp live

ড্রাম ব্রেক সহ মডেলের দাম এর থেকে ৪ হাজার টাকা বেশি।

Image Source: Hero Motocorp