বাজাজ চেতকের নয়া লুক ! এক চার্জে চলবে ১৩৬ কিমি বাজাজ চেতকের স্কুটার অনেকের কাছেই খুব প্রিয়। এবার বাজারে এল এই চেতকের এক নয়া লুকের মডেল। বাজাজ চেতক ৩২০১-এর নয়া ভার্সন বাজারে এল। ৫ অগাস্ট থেকেই দেশে এই স্কুটার বিক্রি শুরু হয়ে গিয়েছে। আমাজনেও পাওয়া যাচ্ছে এই বিশেষ স্কুটার। ব্রুকলিন ব্ল্যাক রঙেই কেবল মিলছে এই স্কুটার। ৩.২ কিলোওয়াটের ব্যাটারি প্যাক রয়েছে এতে। একবার চার্জ দিলে যেতে পারবে ১৩৬ কিমি। ১.৩০ লক্ষ টাকাতেই ঘরে আনতে পারেন বাজাজ চেতকের এই ভার্সন।